পহেলগাঁও ঘটনার আবহে পাকিস্তানকে কোনরকম রেয়াত দিতে নারাজ ভারত। ভারতীয় সেনা ও দেশের জয়গান করেছে সাধারণ মানুষের পাশাপাশি ভারতীয় সিনেমা জগতের তারকারাও। এবার পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান সোশ্যাল মিডিয়ায় ভারতকে তোপ দেগে বিতর্কিত পোস্ট করেন। “Raees” সিনেমার সুবাদে ভারতের জনপ্রিয়তা পেয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। “Raees” এরপর আরো বেশ কয়েকটি প্রজেক্ট এ কাজ করতে চলেছিলেন মাহিরা। কিন্তু পুলওয়ামা অ্যাটাকের পর সেসব কাজ বন্ধ হয়ে যায়। পহেলগাঁও হামলার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন মাহিরা। খুব শীঘ্রই তিনি তার ডিলিট করেন। ফলে তাকে সমালোচিত হতে হয়। ভারতীয় ছাড়া পাকিস্তানিরাও তার সমালোচনা করেন। ফের ভারত বিরোধী পোস্ট করে বিতর্কের শিরোনামে পাকিস্তানি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া মাহিরা লিখেছেন, তিনি পাকিস্তানের কৃতজ্ঞ। কারণ তিনি এমন এক দেশে বাস করেন যেখানে তাকে পাখি পড়ানোর মতো কিছু বলতে বাধ্য করা হয় না। তার নিজের কণ্ঠস্বর আছে এবং তা ব্যবহার করতে পারেন। পাকিস্তানেও যখন অন্যায় হয় তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেন বলে দাবি করেছেন মাহিরা। মাহিরার দাবি, প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম বিভাজনীতিকে উৎসাহ দেয় বলে মনে করেন মাহিরা। সোজাসাপ্টা ভারতকে উদ্দেশ্য করে মাহিরা লিখেছেন, রাতের অন্ধকারে আক্রমণ করে সেটাকে কিভাবে বিজয় বলে দাবি করে ভারতীয়রা। এরপরেই তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিগ বস ১৮ প্রতিযোগী অবিনাশ মিশ্র মাহিরার এই পোস্টে তাকে জবাব দিয়েছেন। অভিনেতা লিখেছেন, “তথ্য প্রমাণ দেখেই দোষারোপ করা হয়েছে। অযথা কাউকে আমরা দোষ দেই না। আমরা কেন গোটা বিশ্ব এর প্রমাণ চাক্ষুষ করেছে। তবে একটাই কথা, শান্ত হয়ে গেলে ভারতে কাজ চাইতে এসোনা।”
সবকিছু ঠিক হয়ে গেলে ভারতে কাজ চাইতে এসো না, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের বিতর্কিত পোস্টের যোগ্য জবাব দিলেন অভিনেতা অবিনাশ মিশ্র
