বিবাহ বিচ্ছেদ চেয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বছর ৬ আগেই সোশ্যাল মিডিয়ায় একবার রটে ছিল তৎকালীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। স্ত্রী নীতি দেব অবশ্য সেই সময় জানিয়ে ছিলেন সবটাই রটনা। মুখ্যমন্ত্রীকে হেয় করার জন্য এই কুৎসা রটানো হচ্ছে।
বর্তমানে বিপ্লব দেব পশ্চিম ত্রিপুরার সাংসদ। এবার স্ত্রী নীতি দেব প্রকাশ্যে জানান সমাজমাধ্যমে, ” দেবজি বিবাহ বিচ্ছেদ চেয়েছেন।” সোশ্যাল মিডিয়ায় ২৪ বছরের সম্পর্ক ভাঙার কথা উগড়ে দিয়েছেন বিপ্লব পত্নী। তিনি জানিয়েছেন, ” আমার তরফে সর্বোচ্চ চেষ্টা করেছি আমি ।কিন্তু আর কিছুই করার নেই।”
বিপ্লব দেব ও তার পত্নী নীতি দেবের দুই সন্তান। এক পুত্র এবং এক কন্যা। সন্তানদের কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় নীতি দেব জানিয়েছেন,”কোনো মা কখনোই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে চায় না যখন তার সন্তানদের বাবা-মায়ের থেকে সেরাটা পাওয়ার কথা।” যদিও এ বিষয়ে সাংসদ বিপ্লব দেবের কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার আগরতলা ও দিল্লির আপ্ত সহায়করা এ বিষয়ে কোনো জবাব দেননি।
একসময় দিল্লিতে জিম জেনারেল কাজ করতেন বিপ্লব। সেখানে নীতির সঙ্গে আলাপ। প্রেম এবং তারপর বিবাহ। তারপরেই বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা শুরু। ২০১৬ সালে নরেন্দ্র মোদী অমিত শাহ বিপ্লব দেব কে ত্রিপুরা বিজেপির সভাপতি করে পাঠিয়েছিলেন। তার নেতৃত্বে ত্রিপুরায় দীর্ঘ বাম সরকারের পতন ঘটে।
আপাতত বিপ্লব দিল্লির ভোটের কাজে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় সেই সময়েই নীতি বিবাহ বিচ্ছেদের বিবৃতি দিয়েছেন। সম্পর্কে নীতি আরো জানিয়েছেন যে বিপ্লব প্রলোভনের ফাঁদে পড়ে গিয়েছেন।