আমার গলা কাটলেও ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান বেরোবে, এমনই হুংকার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে ২৪ এর লোকসভা ভোটে রেকর্ড ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই চিকিৎসার জন্য বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন অভিষেক। সক্রিয় রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন। সেই সময় থেকেই গুঞ্জন উঠেছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিষ্ক্রিয় হয়ে গেলেন? এমনটাও শোনা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। সব গুঞ্জনকে ইতি করে অবশ্য তিনি তৃণমূল কংগ্রেসে ফিরেছেন।

বৃহস্পতিবার মেগা বৈঠকে দীর্ঘ সময় বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে। সমস্ত জল্পনার তিনি যোগ্য জবাবও দিলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দল বদল করে নাকি গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন এমনই গুঞ্জন উঠেছিল তৃণমূল শিবিরে। এতদিন এ বিষয়ে একটি ও মন্তব্য করেননি তৃণমূলের সাধারণ সম্পাদক। মেগা সভা থেকে নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার সব প্রশ্নের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনপ্রতিনিধিদের সাক্ষী রেখে বললেন, “আমি অন্য ধাতুতে তৈরি। মানুষের কাছে যাব, মাথা নত করে কাজ করব। কিন্তু বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই। খবর রটিয়ে দেওয়া হচ্ছে আমি নাকি বিজেপিতে যাব। খবরের একশোয় একশোই মিথ্যা। আমার গলা কেটে দিলেও সেই কাঁটা গলা দিয়েই বেরোবে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’।”

সিবিআই, ইডি কয়লা , শিক্ষা দুর্নীতিতে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তলব করেছে। জিজ্ঞাসাবাদ চালিয়েছে। প্রতিবার তিনি তদন্তে সহযোগিতাও করেছেন। আবার দপ্তর থেকে বেরিয়ে কেন্দ্রীয় সংস্থার তুলোধুনাও করেছেন। বৃহস্পতিবার মেগা সভায় সাপ সাপ জানিয়ে দিলেন বিজেপির বশ্যতা স্বীকার করবার লোক তিনি নন


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *