পাসপোর্ট-চক্রের মাথা কলকাতার ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা মনোজ গুপ্ত। বেহালা সখেরবাজারে মনোজের ট্রাভেলসের অফিস-কর্মী বিশ্বজিৎ দাসের উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাড়ি থেকে মনোজকে গ্রেফতার করে পুলিস। সীমান্ত ঘেঁষা এলাকায় কেন ঘাপটি মেরেছিলেন মনোজ? তবে কি বাংলাদেশ পালানোর ছক ছিল?
পুলিস সূত্রে খবর, এর আগেও মনোজ গুপ্তর বাড়িতে তল্লাশি চলেছিল। সেই থেকে পলাতক ছিল সে। শুধু পাসপোর্ট নয়, ভিসা বানানোতেও মনোজের হাত ছিল পাকা। ১০ জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে অভিযুক্ত। নজরদারি বাড়ছে পাসপোর্ট তৈরির প্রক্রিয়ায়। এবার পাসপোর্ট ভেরিফিকেশনে নজরদারি চালাবেন এসপি। সীমান্তে সুরক্ষা সুনিশ্চিত করে বিএসএফ। কিছু ত্রুটি বিচ্যুতির জন্যই অনুপ্রবেশ বলে মনে করছেন রাজ্যের ডিজি। সামাজিক মাধ্যমে এমনভাবে প্রচার চলছে যেন, একের পর এক গ্রেফতারিতে রাজ্য পুলিসের কোনও ভূমিকা নেই। আক্ষেপ প্রকাশ এডিজি আইনশৃঙ্খলার। অন্যদিকে, রাজনীতিকরা দায় ঠেলছেন একে অপরের দিকে