শুক্রবার গ্রামের বাড়ি ভাঙড়ের বাঁকড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্য জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে রাজ্য সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করে।
নিজেই নিজেকে বলতেন তিনি “চাষার ব্যাটা”। পরনে সব সময় গলায় গামছা থাকতো। ৩১ শে জুলাই ১৯৪৪ সালে তার জন্ম। বামফ্রন্ট সরকার যখন বাংলায় ক্ষমতায় এসেছিল, এই সময় ক্যানিং পূর্ব থেকে ১৯৭৭ সালে তিনি জয়ী হয়েছিলেন। বাংলায় যে ৩৪ বছর বামেরা ক্ষমতায় ছিলেন ,প্রত্যেক বছর ক্যানিং পূর্ব থেকে জিতেছেন রেজ্জাক। বাম আমলে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। ২০১১ সালে পালাবদল হয় বাংলায়। সিপিএম হেরে যায় তৃণমূলের কাছে। কিন্তু রেজ্জাক মোল্লা জিতে গিয়েছিলেন।
সিঙ্গুর নন্দীগ্রাম ইত্যাদি ঘটনা নিয়ে নিজের দলকেও সমালোচনা করতে ছাড়েনি রেজ্জাক। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কেউ কটাক্ষ করেছেন তিনি। এরপর দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়।
২০১৬ সালে তৃণমূল থেকে টিকিট পান রেজ্জাক মোল্লা। জিতে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর পান তিনি। পাঁচ বছর ক্ষমতায় থাকার পর আস্তে আস্তে দলের থেকে দূরে সরে আসেন। যদিও শারীরিক বার্ধক্যতাকে যুক্তি হিসেবে তিনি দিয়েছিলেন।
রেজ্জাক মোল্লার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা দিয়ে বলেছেন, “আমার সহকর্মী আব্দুর রেজ্জাক মোল্লার প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন তিনি। তাকে আমি শ্রদ্ধা করতাম সম্মান করতাম।”