বন্দি থেকে মন্দির…পুলিশ আধিকারিকের সঙ্গে স্মৃতিভাগ কুণালের

Spread the love

দিঘায় গিয়ে আবার দেখা। পুরোনো স্মৃতি ঘেঁটে গল্প লিখলেন কুণাল ঘোষ। পড়ুন সেই গল্প:

জীবনপথের বাঁকে। বিচিত্র এ যাত্রাপথ। পাপিয়া সুলতানা। দক্ষ এক মহিলা পুলিশ অফিসার।
2014র ছবি। বিধাননগর কোর্ট। আমি বন্দি। পুরুষ অফিসাররা সামলাতে নাজেহাল। তখন পাপিয়ার নেতৃত্বে মহিলাবাহিনী এল। পাপিয়া তখন ACP পর্যায়ে। ওঁর সঙ্গে কথা বলতে ভালোই লাগত। কর্তব্য করতেন উনি। একবার গল্প করতে করতে ওঁকে কোর্ট থেকে জেল ফেরার পথে আমারই প্রিজন ভ্যানে সায়েন্স সিটি অবধি নিয়ে চলে গিয়েছিলাম। সেই সময় একদিনের ছবি।
দ্বিতীয় ছবিটি 2025, গতকাল। পাপিয়া এখন SP পদমর্যাদায়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার অন্যতম দায়িত্বে। আমি মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী। মাঝখানে একবার দিল্লি বিমানবন্দরে দেখা, কিন্তু পুরনো দিনের কথাসহ গল্প হল এই দিঘায়।
ঈশ্বর জীবনপথে কতরকম অভিজ্ঞতা সাজিয়ে রাখেন। কার সঙ্গে যে কখন কোথায় দেখা হয়!
পাপিয়া সুনামের সঙ্গে কাজ করছেন। আরও এগিয়ে চলুন, শুভেচ্ছা থাকল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *