তিনটি দেশের কূটনৈতিক সফরে বের হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া—এই তিনটি দেশেই তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ব্যস্ত থাকবেন বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হল কানাডায় অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলন, যেখানে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
জি-৭ সম্মেলন এবার বসছে আলবার্টার কানানাস্কিসে। প্রধানমন্ত্রী মোদী সেখানে জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, এনার্জি নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তি রক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, ভারতের পক্ষে বৈশ্বিক নেতৃত্বের অবস্থান আরও মজবুত করাই লক্ষ্য এই সফরের।
এর আগে সাইপ্রাসে পৌঁছেই মোদী সেদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ‘Order of Makarios III’ পুরস্কারে ভূষিত হন। সফরের শেষ গন্তব্য ক্রোয়েশিয়া, যেখানে ইউরোপের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সংযোগ বাড়াতে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি।
তবে এই সফরকে ঘিরে কিছু বিতর্কও মাথাচাড়া দিয়েছে। কানাডার কিছু শিখ সংগঠন মোদীর এই সফরের বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, মানবাধিকার প্রশ্নে ভারত সরকারের অবস্থান নিয়ে আন্তর্জাতিক স্তরে আরও স্বচ্ছতা আনা দরকার।
তবে এসবের মধ্যেও কূটনৈতিক দিক থেকে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ এক দশকের বেশি সময় পর কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, যা দুই দেশের সম্পর্কে নতুন দিশা দেখাতে পারে বলেই মত আন্তর্জাতিক মহলের।