সামনে বাংলা নববর্ষ। বাংলাদেশের এটি প্রধান উৎসব। এই নববর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকায় ইলিশের দাম সোনার থেকেও বেশি। ইলিশের এত দাম দেখে জনসাধারণ বেশ হতাশ।
পদ্মা নদীর পাশেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ইলিশ মাছ ধরে তা বিক্রি করা হয়েছে, প্রায় সাড়ে আট হাজার টাকায়। বেশ কয়েকদিন ধরেই প্রতিমণ ইলিশের দাম লাখ টাকার বেশি ছিল। বৃহস্পতি শুক্রবার সেই দাম লাফিয়ে পৌঁছায় দেড় লাখে। ছোট সাইজের মাছের দাম ৮ থেকে ১০ হাজার টাকা করে বেড়েছে প্রতি মণে।
নববর্ষে বাংলাদেশে পান্তা ও ইলিশের দোকানে ছেয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, নববর্ষে আমদানি কম। তাই চাহিদা থাকলেও সাধারণ মানুষের তা নাগালের বাইরে।
শুক্রবার ইলিশ মোকাম পোর্ট রোডে মাছ বিক্রি হয়েছে ৪০০মণ। বাজারেরে খুচরো বিক্রেতা বলেছেন, বড় সাইজের মাছ প্রায় নেই অনেকদিন ধরে। ১ কেজি ৩০০ গ্রাম সাইজের কিছু মাছ যদিও বা পাওয়া যাচ্ছে তার দাম আকাশ ছোঁয়া। নববর্ষ ও পদ্মা পাড়ের বাঙালি কিভাবে পালন করে সেটাই এখন দেখার বিষয়।