এবার শিল্পমহলে নিজের আধিপত্য তৈরি করতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ইস্পাত কারখানা গড়ার দিকে এক ধাপ আরও এগিয়ে গেলেন তিনি।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন শিল্প বৈঠকে সৌরভকে দেখা গিয়েছে। এবার শালবনিতে জিন্দাল গোষ্ঠীর বিদ্যুৎ কারখানার শিলান্যাসেও বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় আমন্ত্রিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
৮০০ মেগা ওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চলেছে সজ্জন জিন্দালের সংস্থা। তৈরি হবে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। ফলে রাজ্যে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি আরো বেশ কিছুটা কম হবে।
জিন্দাল গোষ্ঠীর বেশ কিছু কারখানা বাংলার বিভিন্ন প্রান্তে রয়েছে। সম্প্রতি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে সজ্জন জিন্দাল কথা দিয়েছিলেন আরো শিল্প তিনি বাংলায় গড়বেন। কথা রাখলেন তিনি।
বাংলার মেয়ের হাত ধরেই হবে শিলান্যাস। সঙ্গে থাকবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর তথা দাদা। সজ্জন জিন্দালের আমন্ত্রণ সৌরভ গঙ্গোপাধ্যায় ফিরিয়ে দিতে পারেননি।
সিলাইন্যাসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গাঙ্গুলী যে যার কাজে ফিরে যাবেন। মুখ্যমন্ত্রী যাবেন শালবনি থেকে মেদিনীপুর। সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতায় ফিরবেন।