ইলিয়ানা ডি’ক্রুজের ঘরে নতুন অতিথি — পুত্র সন্তানের নাম রেখেছেন ‘কিয়ানু’!

Spread the love

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ আবারও মা হলেন! ১৯ জুন ২০২৫-এ জন্ম নিল তাঁর দ্বিতীয় পুত্র সন্তান, যার নাম রেখেছেন ‘Keanu Rafe Dolan’। ইনস্টাগ্রামে ছেলের প্রথম ছবিও শেয়ার করেছেন ইলিয়ানা, যেখানে সদ্যোজাত শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, “Our hearts are so full”

ইলিয়ানার এই সুখবর সামনে আসতেই ভক্তরা ও সেলেব মহল শুভেচ্ছায় ভরিয়ে দেন। তার মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া, যিনি লিখেছেন: “Congratulations beautiful”, সঙ্গে ক্ল্যাপ ও হার্ট ইমোজি।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১ আগস্টে ইলিয়ানা তাঁর প্রথম সন্তান ‘Koa Phoenix Dolan’-কে জন্ম দেন। তিনি গোপনে ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলান-কে বিয়ে করেন।

ইলিয়ানা ও মাইকেলকে আবারও শুভেচ্ছা জানাই তাঁদের নতুন পথচলার জন্য!


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *