খারাপ উদ্দেশ্য নিয়ে ভারতে এলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় অমিত শাহ জানান, যারা পর্যটক হয়ে ভারতে আসবেন বা শিক্ষার জন্য আসবেন তাদের স্বাগত। ব্যবসার কারণে বা চিকিৎসা করাতে এলেও তাদের যথাযথ অব্যর্থনা জানানো হবে।
বৃহস্পতিবার সংসদে নিম্নপক্ষে পাশ হলো অভিবাসন ও বিদেশী বিল , ২০২৫। সেখানে অমিত শাহ ভাষণ দিলেন, “যারা জাতীয় নিরাপত্তার জন্য বিপদজনক, তাদের এদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এই দেশটা ধর্মশালা নয়। তবে যদি কেউ এদেশে আসেন উন্নতির লক্ষ্য নিয়ে, তাদের স্বাগত।”
লোকসভায় অমিত শাহ আরো জানান, সীমান্তে ৪৫০ কিলোমিটার কাজ এখনো অসমাপ্ত রয়েছে কারণ বাংলার তৃণমূল সরকার এখনো সম্মতি দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই বিল আইনে পরিণত হলে তা দেশে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে।