ভারত-পাক সম্পর্কে পুরোপুরি ইতি টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পহেলগাঁওয়ের হামলার জেরে হিসেবে অবশেষে এই পন্থা বেছে নিল ভারত সরকার।
বাতিল করে দেওয়া হল পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি। বন্ধ করে দেওয়া হল আটারি সীমান্ত। ভারতে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি হল পাকিস্তানিদের। এখানেই শেষ নয়, বুধবার বিদেশ সচিব বিক্রম মিসরি বলেন, পাকিস্তানি অবস্থিত ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে দেশে ফেরানো হবে। এছাড়াও যে সমস্ত পাকিস্তানিরা ভারতে রয়েছেন, তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়তে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন রাইসেনা হিলসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি প্রায় আড়াই ঘণ্টা ধরে মিটিং করে। কমিটিতে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয় শংকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। এরপর এই বিদেশ সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
যারা ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে পর্যাপ্ত কারণ দেখিয়ে পাকিস্তান গিয়েছেন, ১লা মে-র মধ্যে ভারতে ফিরতে হবে। আগামী দিনের সমস্ত পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে ভারত সরকার। যেসব পাকিস্তানি ভারতের রয়েছে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।