ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল, এমনটাই জানালেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা

Spread the love

পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনা প্রত্যাঘাত চালিয়েছে পাকিস্তানে। এরপরে পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনার জল স্থল ও বায়ু বাহিনী। এই আবহে ক্রিকেটারদের নিরাপত্তা বজায় রাখতে আপাতত চলতি বছরের আইপিএল স্থগিত রাখা হয়েছে। শুক্রবার বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

তার বক্তব্য, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। টুর্নামেন্টের নতুন সময়সূচি ঘোষণা করা হবে সকল স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে।” সঙ্গে তিনি আরো বলেন, ভারতীয় সেনাবাহিনীর জন্য বিসিসিআই গর্বিত। সেনাবাহিনী ও ভারত সরকারের পাশে বিসিসিআই সবসময় রয়েছে।

চলতি বছরের আইপিএলে এখনো বাকি রয়েছে ১২টা লিগ পর্যায়ের ম্যাচ, এছাড়াও চারটি প্লে অফ ও ফাইনাল। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি যে এই ম্যাচগুলি কবে কোথায় হবে।

যদিও জুন মাসে ভারত ইংল্যান্ড সফরে যাবে। এরপর আগস্ট থেকে সেপ্টেম্বর ভারতীয় দলের টানা কর্মসূচি রয়েছে। তাই উত্তেজনা কমলেও ফের কোন সময় শুরু হবে আইপিএল তা নিয়ে প্রশ্ন উঠছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *