কাশ্মীরে গণহত্যা। নিরীহদের বেছে বেছে খুন। জঙ্গি হামলায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার মোদী বলেছিলেন, শুধু পর্যটকদের উপর হামলা হয়নি, ভারতের আত্মার উপর হামলা করার স্পর্ধা দেখিয়েছে জঙ্গিরা। হামলাকারী এবং তার ষড়যন্ত্রকারীরা ভাবতেও পারছে না কী শাস্তি দেওয়া হবে। ভারতের প্রতিক্রিয়া হবে কল্পনাতীত। এই স্টেটমেন্টের চব্বিশ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ। লস্কর ই তইবার দুই জঙ্গি নেতা আসিফ শেখ এবং আদিল ঠোকারের বাড়ি উড়িয়ে দেওয়া হল। দুই ঘটনা অনন্তনাগ এবং অবন্তীপোরার। নিরাপত্তা বাহিনীর মতে, দুই জঙ্গির বাড়িতে হানা দেয় স্পেশাল ফোর্সেস। তারপরই বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে যায় তাদের বাড়ি।
সূত্রের খবর, ২০১৮ সালে আইনিপথে আটারি ওয়াঘা বর্ডার পার করে পাকিস্তানে যায় আদিল ঠোকার। সেখানে একাধিক জঙ্গি সংগঠনের থেকে প্রশিক্ষণ নেয় সে। গত বছর ভারতে ফেরে সে। তারপরই এই হামলা। অন্যদিকে, আসিফের ছবি দেখা গিয়েছিল এক পর্যটকের ফোন। সমস্ত জঙ্গিদের মাথার দাম ২০ লক্ষ টাকা করে ধার্য করেছে অনন্তনাগ পুলিশ।
ভারতের প্রত্যাঘাত শুরু?
