পূর্ব বর্ধমানের কালনা। এখানকার শ্মশান ঘাটে ইলেকট্রিক চুল্লিতে শর্ট সার্কিট। তারপরে বন্ধ হয়ে গেল কালনার শ্মশান ঘাটে শবদাহ। সমস্যায় মৃতের আত্মীয় পরিজন থেকে শুরু করে, স্থানীয় এলাকার দোকানদারেরা। পৌরসভার তরফে তিনদিন বন্ধ এমন নোটিশ দেয়া হলো আজ সোমবারও বন্ধ রয়েছে শবদাহ। স্থানীয় এলাকার দোকানদারেরা জানান মৃতদেহ এলে আমাদের এই এলাকায় দোকানগুলি চলে। আর মৃতদেহ না আসার কারণে দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আর এর আগেই বহু টাকা খরচ করে মেইনটেনেন্স করা হয়েছে চুল্লির তারপরে কেন এমন ঘটনা ঘটলো আমরা বুঝে উঠতে পারছি না। মৃতদেহ নিয়ে এসে ফিরে যেতে হচ্ছে নিজের আত্মীয় পরিজনদের সমস্যায় পড়েছেন তারাও। এ প্রসঙ্গে কালনার উপ পৌরপতি তপন পড়েল তিনি বলেন, থেকে বিদ্যুৎ সংযোগ হয়ে একটি অংশ পুড়ে গেছে, আজ রাতের মধ্যেই কাজ সম্পন্ন হবার কথা। জানা গিয়েছে, এই সপ্তাহেই চালু করা হবে শ্মশান ঘাট।
শ্মশানে শর্ট সার্কিট!
