Indinews24 EXCLUSIVE
“I kiss her and forget death”, উইন্টারসন মৃত্যুর সঙ্গে তুলনা টেনেছেন চুম্বনের। আবার একইসঙ্গে অস্কার ওয়াইন্ড বলেছেন, “একটা চুমু জীবন নষ্ট করার জন্য যথেষ্ট”। মানে দুটো ঠোঁটের জাঁতাকলে একটা আস্ত জীবন! ভাবতে পারছেন? আপনার তছনছ হওয়া নির্ভর করছে ০.৭৯ ইঞ্চিতে।
প্রেমের শহর কলকাতায় চুমু খাওয়া নিয়ে বিরাট আলোচনা। মেট্রো স্টেশনটি কালীঘাট বলেই দাবি করা হচ্ছে। যাইহোক, সামান্য দুটো ঠোঁটের মিলন কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবুন। শাড়ি পরা নিয়ে বিতর্কের মতোই এবারও মমতা শঙ্কর বনাম স্বস্তিকা। এক সংবাদ মাধ্যমে অভিনেত্রী মমতা শঙ্কর জানান, “মেট্রোয় চুমু খাওয়ার মতো খারাপ কিছু নেই। এরপর সব করার সুযোগ হয়ে যাবে। স্থান কাল পাত্র বলে কোনও ব্যাপার হবে না?” মানুষকে জন্তুর অধম ভাবতেও তিনি দু’বার ভাবেননি। তিনি ইঙ্গিত করেছেন, এই ধরনের ঘটনার জন্যই এইসব হচ্ছে। এইসব মানে? ধর্ষণে ইঙ্গিত করলেন কি? তার মানে, প্রকাশ্যে চুমু খেলেই ধর্ষণ হয়? আরজিকর, কামদুনি, হাথরাসেও কি তাই?
ঠিক উল্টোদিকে হেঁটেছেন অভিনেত্রী স্বস্তিকা। একাধিক সংবাদমাধ্যমে নিজের কথা জানাতে গিয়ে স্বস্তিকা বলেন, হাতে হাত ধরে হাঁটা, চুমু খাওয়া উচিত। ভালোবেসে চুমু খেলে গাত্রদাহ কেন? ওদের উচিত ওই স্টেশনে গিয়ে আবার চুমু খাওয়া।
তোমার শরীর জুড়ে নেশার মাতম, ঠোঁটে আগলে রাখা চুমুর সমুদ্র… এত হিংসা এত ঈর্ষায় যখন আপনি রবীন্দ্রনাথ পড়তে পারেন, জেমস গাইতে পারেন, হাশমিতে চোখ রাখতে পারেন, বন্ধ দোরে প্রেমিকাকে আদর করতে পারেন, গরম ভিডিওয় উষ্ণতা মাপেন, অন্য পুরুষের চাপদাড়িতে বুকের ওঠাপড়া বাড়ান। আবার রাতে ফিরতে পারেন স্ত্রী বা স্বামীর কাছে। আইফেল টাওয়ারে চুমু খাওয়ার স্বপন তো দেখেন অনেকেই, তাদের চিন্তায় শিকল পরানো যাবে কি? আর্থসামাজিক দিক থেকে এগিয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তন আনলেই বোধ হয় অপরাধ দমনে না। মানসিকতা অবসাদগ্রস্ত হলে রাতের ঘুমটা ভালো হয় না বোধ হয়।