কলকাতা ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কলেজ জানল মিডিয়া থেকে! উপ-প্রধানের বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য

Spread the love

কলকাতা: দক্ষিণ কলকাতার নামী শিক্ষা প্রতিষ্ঠান South Calcutta Law College-এ পড়ুয়া এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। কিন্তু এই ঘটনাটি ঘটার পরে বহু দিন কেটে গেলেও কলেজ কর্তৃপক্ষকে কিছুই জানায়নি পুলিশ, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কলেজের উপ-প্রধান নয়না চ্যাটার্জি।

ঘটনার কথা জানতে পেরে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে তিনি বলেন,
“আমরা এই ঘটনার কথা সংবাদমাধ্যম দেখে জেনেছি। পুলিশের তরফ থেকে কোনও রকমের তথ্য আমাদের দেওয়া হয়নি। কলেজের এক ছাত্রীর এমন ভয়ানক অভিজ্ঞতার পরেও কর্তৃপক্ষকে অন্ধকারে রাখা, এটা ভাবাই যায় না।”

সূত্র অনুযায়ী, গত ২৫ জুন কলেজ ক্যাম্পাসের ভিতরেই এক ছাত্রীকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন কলেজের প্রাক্তন ছাত্র ও অস্থায়ী প্রভাষক মনোজিত মিশ্র, যিনি কলেজের ছাত্র পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে, এবং আরও দুই অভিযুক্তকেও হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। অভিযুক্তদের মোবাইল থেকে উদ্ধার হয়েছে ভয়ঙ্কর ভিডিও ফুটেজ, যা আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।

এদিকে কলেজ কর্তৃপক্ষ জানায়, পুলিশি তরফে কোনওভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাঁরা মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনে হতবাক হন। এই ঘটনায় শিক্ষাঙ্গনে নিরাপত্তা, তথ্য গোপন এবং প্রশাসনিক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
ছাত্রদের একাংশ জানিয়েছে, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ক্যাম্পাসে কীভাবে এমন ঘটনা ঘটল, আর সেটা এতদিন চাপা থাকল, সেটা ভাবলে গায়ে কাঁটা দেয়।”

অন্যদিকে, ন্যাশনাল কমিশন ফর উইমেন (NCW) এর একটি দল কলেজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে জানিয়েছে, পুলিশ তদন্তে সহযোগিতা করছে না, এমন অভিযোগ উঠেছে তাদের তরফ থেকেও।

1


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *