শনিবার রাতে পদ্মশ্রী প্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দ বাবা পরলোক গমন করেন। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। গত ৩০ শে এপ্রিল বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ছিলেন ভর্তি। শনিবার কার্ডিয়াক অ্যারেস্টে তিনি মারা যান। বয়স হয়েছিল ১২৯ বছর।
শনিবার রাত ন’টায় তিনি পলক গমন করেছেন বলে জানিয়েছেন শিবানন্দের শিষ্য সঞ্জয় সর্বজ্ঞ। নিউমোনিয়া ছাড়া আরো অন্যান্য সমস্যাও ছিল। সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হতে পারে।

এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ভারত ছাড়া বিদেশেও তার অনুগামী রয়েছে। তার পার্থিবসরের দুর্গাকুণ্ডের আশ্রমে রেখে দেওয়া হবে। অনুগামীরা সেখানে এসে শেষ দর্শন করতে পারবেন।
১৩৯ বছরেও যথেষ্ট অ্যাকটিভ ছিলেন স্বামী শিবানন্দ। পৃথিবীর রবির নাগরিক হিসেবে গিনেস বুক অফ রেকর্ডেও করা হয়েছিল।
অবিভক্ত ভারতে স্বামী শিবানন্দের জন্ম ১৮৯৬ সালের ৮ ই আগস্ট। সংসার চালাতে তার বাবা-মা ভিক্ষা করতেন। একই মাসে বাবা-মা বোনকে হারান তিনি। বয়স ছিল মাত্র ৬ বছর। পশ্চিমবঙ্গের নবদ্বীপে বেশ কিছু সময় কাটিয়েছেন তিনি। এরপর চলে যান বৃন্দাবনে। গুরু ওমকার নন্দের কাছে যোগ শিক্ষা লাভ করেন। গত ১০০ বছর ধরে প্রয়াগ রাজ, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বারের কুম্ভ মেলায় নিয়মিত অংশ নেন তিনি।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২০২২ সালে তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন।