মলয় ঘটককে চিঠি জাতীয় বাঙালি শ্রমিক ফেডারেশনের

Spread the love

বাইরের রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে শ্রম মন্ত্রকে চিঠি। নিরাপত্তার দাবিতে চিঠি দিল জাতীয় বাঙালি শ্রমিক ফেডারেশন।দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর ভাষাগত বৈষম্যের কারণে দিন দিন অত্যাচার বাড়ছে বলে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। এই বিষয়টিতে নিন্দা জানিয়ে এবং শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম মন্ত্রকে চিঠি লিখল ভারতের জাতীয় বাঙালি শ্রমিক ফেডারেশন।

এই চিঠি পশ্চিমবঙ্গের মাননীয় শ্রম মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে, বাইরের রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের ভাষাগত ও সাংস্কৃতিক অধিকার রক্ষার পাশাপাশি তাঁদের প্রতি ঘটে চলা শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।জাতীয় বাঙালি শ্রমিক ফেডারেশনের তরফ থেকে জানান, “শ্রমিকেরা দেশের যে প্রান্তেই কাজ করুন না কেন, তাঁরা ভারতের নাগরিক এবং তাঁদের মৌলিক অধিকার সমান। শুধুমাত্র ভাষাগত পার্থক্যের কারণে তাঁদের সঙ্গে বঞ্চনা ও নির্যাতন একেবারেই মেনে নেওয়া যায় না।”সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করা হয়েছে, যেন বাইরের রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের জন্য এক কার্যকর নজরদারি ও সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয় এবং প্রয়োজনে প্রবাসী বাঙালি শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়।সংগঠনের দাবি, বাংলার শ্রম মন্ত্রককে এই বিষয়ে জাতীয় স্তরে পদক্ষেপ গ্রহণ করে বাঙালি শ্রমিকদের রক্ষায় অগ্রণী ভূমিকা নিতে হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *