মধ্যপ্রদেশের চামুন্ডা দেবীর মন্দিরের পুরোহিতকে মারধর করার অভিযোগ উঠল ইন্দোরের এক বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে। বন্ধুদের নিয়ে তিনি বন্ধ মন্দিরের ভেতর প্রবেশ করতে চেয়েছিলেন। তাতে অনুমতি না দেওয়ায় গোলমাল এর সূত্রপাত হয়।
অভিযোগ রুদ্রাক্ষ শুক্লার বিরুদ্ধে। বিজেপি বিধায়ক গোলু শুক্লার ছেলে সে। ১০-১২ টা গাড়ি নিয়ে রাত পৌনে ১টা নাগাদ মন্দির চত্বরে হাজির হয় রুদ্রাক্ষ। মন্দির সেই সময় বন্ধ ছিল।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এখানে দেখা যায় রুদ্রাক্ষ এবং তার সাথীরা মন্দিরের সামনে ঘোরাফেরা করছে। রুদ্রাক্ষের এক বন্ধু জিতেন্দ্র রঘুবংশী দাবি করেন মন্দিরের দরজা খুলতে হবে। কিন্তু তার অনুরোধ না মানায় পুরোহিতকে মারধর করেন তিনি।
পুরোহিত উপদেশনাথের অভিযোগের উপর ভিত্তি করে মামলা দায়ের করা হয়েছে। জিতেন্দ্রর বিরুদ্ধে মামলা রুজু হলেও রুদ্রাক্ষর বিরুদ্ধে হয়নি। জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশের সিরিয়াল আধিকারিক জানিয়েছেন তারা সিসিটিভি ফুটেজ পেয়েছেন খতিয়ে দেখে অবশ্যই কড়া পদক্ষেপ নেবেন।