রাজ্য বাজেটে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের মাদ্রাসা গুলির পরিকাঠামোকে আরো আধুনিকীকরণ এবং পঠন পাঠনের মান আরো উন্নত করার জন্য স্কুল শিক্ষার উচ্চশিক্ষা ও জনশিক্ষা প্রসারেও এই বাজেটে আর্থিক বরাদ্দ কয়েকগুণ বাড়ানো হয়েছে।
রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, স্মার্ট ক্লাসরুম ই-বুক কম্পিউটার ল্যাবের পরিকাঠামো নির্মাণ এবং মানোন্নয়নের মাধ্যমে এই শিক্ষা বর্ষে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে।
ইতিমধ্যেই মাদ্রাসাগুলিতে ৬০০ টি স্মার্ট ক্লাসরুম, ১০০টি ডিজিটাল ল্যাবরেটরি, ৭৩ টি মাদ্রাসার সাইন্স ল্যাবের মানোন্নয়নের অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। প্রায় ৫ হাজার ৬০২.২৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রয়েছে মাদ্রাসা শিক্ষায়।
‘ঐক্যশ্রী’ প্রকল্প দরিদ্র এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য চালু হয়েছে। প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকা ব্যয় করে ৪ কোটি ছাত্রছাত্রীকে উপকৃত করা গিয়েছে এই প্রকল্পে। ৪৫ লক্ষ আবেদনের মধ্যে ২০২৪-২৫ অর্থবর্ষে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত ১৬ লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে।
‘শিক্ষাশ্রী’ প্রকল্পে ৮১০ কোটি টাকা খরচ করে সুবিধা দেওয়া হয়েছে ১ কোটি ৪ লক্ষ ছাত্রছাত্রীকে। ৫৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে ‘মেধাশ্রী’ প্রকল্পের মাধ্যমে ৬ লক্ষ ৬৫ হাজার ছাত্রছাত্রী উপকৃত হয়েছে।
এই বাজেটে উচ্চশিক্ষায় ব্যয় বরাদ্দ বাড়িয়ে ৬৫৯৩.৫৮ কটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। তাছাড়াও গ্রন্থাগার ও জনশিক্ষা পরিষেবায় প্রায় ৩৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।