ধোনি মন জিতলেন, ম্যাচ হারলেন!
লাগাতার পরাজয়। একের পর এক ম্যাচ হারছে চেন্নাই সুপার কিংস। শনিবার চিদম্বরম স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি হয় ধোনির চেন্নাই। সেখানেও হার। ঐদিন খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনির বাবা মা। ছেলের নট আউট ব্যাটিং দেখলেন। কিন্তু চেন্নাই ম্যাচ জিতল না।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৬ রান করে দিল্লি ক্যাপিটালস। এই রান ধাওয়া করে ১৫৮ রানেই থামে রুতুরাজের চেন্নাই। বিজয় শংকর (৫৪ বলে ৬৯ রান নট আউট) এবং মহেন্দ্র সিং ধোনি (২৬ বলে ৩০ রান নট আউট) ছাড়া গোটা ব্যাটিং অর্ডারে কারও ব্যাট সেভাবে চলেনি। বোলিংয়ে খলিল আহমেদ (২ উইকেট, ২৫ রান, ৪ ওভার) ছাড়া সেভাবে কেউই প্রভাব খাটাতে পারেননি। তাই চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়ের হার। আবার হার।
অনেকেই বলছেন, শনিবারের ম্যাচ দেখতে মহেন্দ্র সিং ধোনির বাবা-মা উপস্থিত হয়েছিলেন। তবে এই বছরই কি ধোনির শেষ আই পি এল? এই নিয়ে এখনো স্পষ্ট কোন ধারনা পাওয়া যায়নি।