বৃহস্পতিতে বন্দুকের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা। মালদায় তৃণমূলের দাপুটে নেতা তথা কাউন্সিলর খুনে স্ত্রীর মুখে ষড়যন্ত্রের দাবি। এক নয় একাধিক মাথা, অনেকদিনের প্ল্যান বলেই অনুমান কাউন্সিলরের স্ত্রীর। ষড়যন্ত্রের পরই উঠে এসেছে ১০ লক্ষ বরাতের তত্ত্ব। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের মুখে বিস্ফোরক দাবি। পুলিসি তদন্তে উঠে আসছে গ্যাংস অফ বিহার যোগ। বিহার থেকে শার্প শুটার আনিয়ে বরাত দিয়ে খুনের অভিযোগ।
অধীর চৌধুরী আবার নতুন তথ্য তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গে একের পর এক রাজনীতিক খুনে প্রোমোটাররাজের তত্ত্ব তুলে ধরেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। পুলিসি তদন্তে একের পর এক গ্রেফতারি চলছে ইতিমধ্যে। গ্রেফতার হওয়া আততায়ীদের মধ্যে বছর ২০ থেকে ২৩ এর যুবক। সামি আখতার এবং আবদুল গণির বাড়ি বিহারে। গ্রেফতার হওয়া টিঙ্কু ঘোষ ইংরেজবাজারের বাসিন্দা। মালদা এবং বিহার কানেশকশন খুঁজতে মরিয়া পুলিশ। নজরে রোহন নামের এক যুবক।