কলকাতা: বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকার বাংলাদেশ নিয়ে যে অবস্থান রাখবে, তাতে সহমত রাজ্য। বিধানসভায় স্পষ্ট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ইসকনের প্রধানের সঙ্গে ২ বার কথা হয়েছে। অন্য দেশে আমাদের ধর্মের উপর অত্যাচারের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর।
আগেই মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি দেশের, রাজ্যের বিষয় নয়। দেশবাসী কেন্দ্র সরকারকে ম্যানডেট দিয়েছে। সবটা কেন্দ্রের সিদ্ধান্ত। আন্তর্জাতিক ইস্যুতে কেন্দ্র সরকারের অবস্থানকে দলগতভাবে সমর্থন করবে তৃণমূল। যে ঘটনা ঘটেছে তা একেবারেই সমর্থনযোগ্য নয়। দুর্ভাগ্যজনক ঘটনা বলে দাবি করেছেন তৃণমূলের দিল্লির মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।