Bunny – ১১.১২.২০২৪ – বুধবার
(IndiNews24 Exclusive)
কলকাতা: সংখ্যালঘু পীড়নে যেন সিরিয়া হয়ে উঠছে বাংলাদেশ। নৃশংসতার অভিযোগ দিকে দিকে। ভাঙা পড়ছে ইসকন, ফাটছে ভক্তদের মাথা। জেলবন্দী চিন্ময়কৃষ্ণ দাস। এই আবহে, হ্যাঁ এই আবহেই দীঘায় জগন্নাথ ধাম নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনিই পারেন। মন্দির পরিদর্শন করে, সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আসছে বছর, ২০ এপ্রিল ২০২৫, অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে জগন্নাথ বলরাম সুভদ্রার সিংহ দুয়ারের। সোনার ঝাঁটার জন্য ব্যক্তিগতভাবে ৫ লক্ষ অনুদান দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরীর মন্দির দীঘায়, শুধু কি পর্যটন? মমতা এত না ভেবে কিচ্ছু করেন না।
রাজনৈতিক মহল বলছে, বাংলাদেশ আবহে হিন্দু ভোট নিয়ে জোর বাড়াতে চাইছে বিজেপি। আসলে রাজনীতিকরা তো ভোট ছাড়া কোনও অঙ্কই ভাবতে পারেন না। ২০২৬ বিধানসভা নির্বাচনে শিকড় শক্ত করতে চাইছে বিজেপি। আর তাতে হিন্দু ভাবাবেগে শাণ দেওয়ার থেকে ভালো কিচ্ছু হতে পারে না। আর সেই উপলক্ষ্যে সুযোগ বুঝে কোপ মারলেন পোড়খাওয়া রাজনীতিক মমতা। উৎসবের আবহের সূচনা করে আরজিকর আবহেও উপনির্বাচনে বাজিমাত করেছে তৃণমূল। যা ‘২৬ এর আভাস দিয়ে গেছে। আর এই আবহে যদি জগন্নাথ মন্দির উদ্বোধন হয়, তবে হিন্দু ঘায়ে অনেকটা মলম লাগবে। যতই হোক, মানুষ তো স্রোতে বয়ে যায়। আর সেই মানুষই তো ভোটার। বুথে গিয়ে ভোট দেওয়ার সময়, মাথায় লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী আর জগন্নাথ মন্দিরের অবচেতন ধারণা যদি ঘোরাফেরা করে, তবে আঙুল ফুল বদলেও দিতে পারে। তাই রাজনৈতিক মহল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুকৌশলে জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘোষণা করেছেন।