৫ই মে-এর বদলে ৬ই মে মুর্শিদাবাদ যাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর পিছিয়ে গেল। সমরেশগঞ্জ এর ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং প্রশাসনিক সভা দুটোই ৫ই মে-এর বদলে ৬ই মে করবেন তিনি।

প্রশাসনিক সভার জন্য সুতির ছবিঘাটি কে ডি বিদ্যালয় মাঠে প্রস্তুতি চলছে। এখানেই একগুচ্ছ সরকারি প্রকল্প ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও আর্থিক সাহায্য দেবেন তিনি। নিহত এজাজ আহমেদের পরিবারকেও সাহায্য করা হবে।

ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে তছনছ হয়েছে সুতি ধুলিয়ান ও সামসেরগঞ্জ। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সঠিক সময় মত তিনি যাবেন। বৃহস্পতিবার জানা গিয়েছিল ৫ই মে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরে তা সামান্য পরিবর্তিত হয়। আগামী ৬ তারিখ যাচ্ছেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *