রথযাত্রাকে ঘিরে উৎসবমুখর রাজ্য, আর সেই আবহেই বুধবার দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের এই সফরে রথ উপলক্ষে পর্যটন, নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখাই মুখ্য লক্ষ্য। কিন্তু সফরের পথেই তৈরি হল নতুন রাজনৈতিক বার্তা।শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে আচমকা গাড়ি থামিয়ে জনসংযোগে নামেন মুখ্যমন্ত্রী। রাস্তায় নেমে পায়ে হেঁটে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বাজারে, দোকানপাটে, সাধারণ মানুষের অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন। কোনও সরকারি কর্মসূচি ছিল না এই অংশে—তবু এমন ‘জনসংযোগ সফর’ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।রথযাত্রা মানেই দীঘায় হাজার হাজার মানুষের ভিড়। সেই কথা মাথায় রেখে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। থাকছে পর্যটন দফতর ও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক। পাশাপাশি সমুদ্রতীরবর্তী এলাকা ঘুরে দেখা, জলের ধারের নিরাপত্তা ও হোটেল ব্যবস্থাপনা খতিয়ে দেখার পরিকল্পনাও রয়েছে।তবে সফরের ঠিক সূচনায় কাঁথির এই স্টপেজে একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা রয়েছে—এমনটাই বলছে রাজনৈতিক মহল। শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে জনসংযোগে নামা নিছক ‘রুটিন ট্যুর’ নয়, বরং লোকসভা ভোটের আগে ‘মাটির কাছে ফেরার’ পদক্ষেপ বলেই দেখছে অনেকে।
রথযাত্রার আগে দীঘায় মুখ্যমন্ত্রী, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে জনসংযোগ মমতার
