মনিষা কৈরালাকে ‘অনারারি ডক্টরেট’ দিল ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড, ভক্তদের উচ্ছ্বাস— ‘বয়স কখনোই বাধা নয়’

Spread the love

লিউডের প্রখ্যাত অভিনেত্রী মনিষা কৈরালা পেলেন বিশেষ সম্মান। ইউনাইটেড কিংডমের ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড তাঁকে ‘অনারারি ডক্টরেট অফ লেটারস’ প্রদান করেছে। সিনেমা ও সমাজকল্যাণে দীর্ঘ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।

সম্মান গ্রহণ করে আবেগঘন প্রতিক্রিয়ায় মনিষা বলেন, “আমি জীবনের ছাত্রী। ব্যর্থতা, সংগ্রাম, সেবা ও পরিশ্রমই আমার শিক্ষক। আজ এই ডিগ্রি প্রমাণ করে, দেরিতে শুরু হলেও সাফল্য সম্ভব।”

পুরো অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্ত ছিল তাঁর ঠাকুমা সুশীলা কৈরালার উদ্দেশে উৎসর্গ— যাঁর কাছেই মনিষার প্রথম শিক্ষা, নৃত্য আর সংস্কৃতির বীজ রোপিত হয়েছিল।

৫৪ বছর বয়সী এই অভিনেত্রী ‘বম্বে’, ‘দিল সে’, ‘১৯৪২: এ লাভ স্টোরি’র মতো কালজয়ী ছবির পাশাপাশি সম্প্রতি নেটফ্লিক্সের হীরামণ্ডি সিরিজে মালিকাজান চরিত্রে নতুন করে আলোচনায় এসেছেন।

ভক্তরা উচ্ছ্বসিত— “এই বয়সে এমন সম্মান, প্রমাণ করে কখনোই দেরি হয় না!” সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় বইছে তাঁর জন্য।

এই সম্মান যেন আরও একবার প্রমাণ করে দিল— জীবনকে ভালোবেসে, লড়াই করে উঠে দাঁড়ালে ‘নেভার টু লেট’ একটা বাস্তব সত্যি হয়ে ওঠে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *