সাইপ্রাস সফরে গিয়ে এক ঐতিহাসিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও সাইপ্রাসের সম্পর্ককে আরও মজবুত করার বার্তা দিয়ে, দেশটির প্রেসিডেন্ট নিজে হাতে মোদীর কাঁধে তুলে দিলেন সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মান — The Grand Collar of the Order of Makarios III।
এই সম্মান পেয়ে মোদী বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়। এটি ভারতবাসীর প্রতি সাইপ্রাসের শ্রদ্ধা ও বন্ধুত্বের প্রতীক।” তিনি আরও জানান, দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আরও গভীর হবে এই ধরনের শুভ উদ্যোগের মাধ্যমে।
উল্লেখ্য, এই সম্মাননা খুব কম ব্যক্তিকেই দেওয়া হয়। আগে এই সম্মানে ভূষিত হয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক নেতৃস্থানীয় ব্যক্তি।
সাইপ্রাসের প্রেসিডেন্ট বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত-সাইপ্রাস দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমাদের আশা।”
এই সফরের মাধ্যমে ভারত ও সাইপ্রাসের মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।