“খুনি এবং খুনের পিছনে যে ষড়যন্ত্রকারীরা রয়েছে, তারা কল্পনা করতে পারছে না, ভারত কী শাস্তি দেবে” বিহারের মাটিতে হুংকার মোদীর

Spread the love

বৃহস্পতিবার বিহারের মধুবনিতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তাঁর বক্তব্যে উঠে এসেছে কাশ্মীরে গণহত্যার প্রসঙ্গ। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তির ঘোষণা করেছেন মোদী।

প্রধামন্ত্রী জানান, বিহারের মাটিতে দাঁড়িয়ে বলছি, পৃথিবীর যে কোণায় তারা লুকিয়ে থাকুক, ভারত খুঁজে বের করে শাস্তি দেবে। মোদির স্পষ্ট দাবি , “কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর হামলা।
পরিবারের চিকিৎসা চলছে।
সরকার পাশে আছে।
কেউ নিজের সন্তান হারিয়েছেন, কেউ ভাইকে হারিয়েছেন। কেউ জীবনসঙ্গী হারিয়েছেন।
কেউ মারাঠি, কেউ ওড়িয়া, কেউ গুজরাটের, কেউ বিহারের ছিলেন।
দেশ বিরোধীরা ভারতের আত্মায় হামলার দুঃসাহস করেছে। পর্যটকদের হামলা করে ওরা ভারতে আঘাত হেনেছে। স্পষ্টভাবে বলছি, যারা হামলা করেছেন, তাদের এবং যারা এর পিছনে থেকে ষড়যন্ত্র করেছে। তারা কল্পনা করতে পারবে না, কী শাস্তি দেওয়া হবে। আতঙ্কবাদীদের বেঁচে থাকা জমি মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *