তৃণমূলের জন্য বিরাট নৈতিক জয়। কয়েকদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। অর্থাৎ একটি এপিক নম্বরে একাধিক ভোটার। সুপ্রিমোর নির্দেশ মেনে জেলায় জেলায় স্ক্রুটিনিতে নেমেছে তৃণমূল নেতাকর্মীরা। সেই স্ক্রুটিনি থেকে ভুতুড়ে ভোটারের অভিযোগে ছয়লাপ গোটা রাজ্য। এবার সেই অভিযোগ কার যত মেনে নিল জাতীয় নির্বাচন কমিশন। এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস।
কমিশন সূত্রে খবর, ভুও ভোটার নিয়ে খুব তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন।। একাধিক সংবাদ মাধ্যমের দাবি, আগামী তিন মাসের মধ্যে ভোটার তালিকা থেকে ভুয়ো EPIC নম্বর সরিয়ে ফেলা হবে। এমনটাই নাকি জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর দাবি অক্ষরে অক্ষরে মিলে গেল। অর্থাৎ তৃণমূল বিজেপির দিকে যে অভিযোগের আঙ্গুল তুলছিল, তা কোন দলকে নিশানা না করেই ভুতুড়ে ভোটারের স্বীকারোক্তির মাধ্যমে কার্যত সত্যি প্রমাণ হলো। ফলে বলাই চলে ভোটের আগে তৃণমূল লড়াইয়ের জমি আরো শক্ত করল।
ভুয়ো EPIC নম্বর আছে ভোটার কার্ডে! মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মেনে নিলো নির্বাচন কমিশন?
