নীতীশ কুমার ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। আগামী ১ আগস্ট থেকে বিহারের প্রতিটি গৃহস্থালি প্রতি মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবে। এই সিদ্ধান্তে উপকৃত হবে রাজ্যের প্রায় ১.৬৭ কোটি পরিবার। মুখ্যমন্ত্রীর দাবি, এটি জনসাধারণের জন্য একটি “উপহার”, যা রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল ও মধ্যবিত্তদের আর্থিক চাপ কমাবে।
এই ঘোষণার পাশাপাশি ‘কুটির জ্যোতি যোজনা’ নামে একটি সৌর বিদ্যুৎ প্রকল্পও চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারগুলিকে সম্পূর্ণ ভর্তুকিতে সৌর প্যানেল বসানো হবে এবং অন্যান্য পরিবারকেও অনুদান দেওয়া হবে। সরকারের লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে বিহারে ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা।
তবে রাজনৈতিক মহলে এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই একে আরজেডি নেতা তেজস্বী যাদবের প্রতিশ্রুতি-প্রভাবিত সিদ্ধান্ত বলে দাবি করছেন। তেজস্বী আগে থেকেই রাজ্যে ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিরোধীরা বলছেন, নীতীশ কুমার কেজরিওয়ালের ‘ফ্রি মডেল’ অনুসরণ করে নির্বাচনের আগেই ভোটারদের মন জেতার চেষ্টা করছেন।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত রাজ্যের অর্থনীতির উপর বড় চাপ ফেলতে পারে, কারণ বিহার আগে থেকেই বিদ্যুৎ ভর্তুকিতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এখন দেখা যাবে এই নতুন প্রকল্প কতটা বাস্তবায়নযোগ্য ও টেকসই হয়।
এই ঘোষণাকে ঘিরে বিহারের রাজনৈতিক আবহে বড় রদবদল আসার সম্ভাবনা রয়েছে, আর আগামী নির্বাচনেই তা স্পষ্ট হবে।