রোগা হয়ে যাচ্ছেন নুসরত! এর পিছনে কি যশ?

Spread the love

আড়ি, নুসরত যশ অভিনীত নতুন বাংলা সিনেমা। প্রমোশনের কাজ চলছে জোর কদমে। এরই মাঝে নুসরতের গড়ন কেমন চোখে লাগছে অনেকের। এই নিয়ে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় যশকে। নুসরতের রোগা হয়ে যাওয়ার কারণ কী? সঙ্গী যশ?
প্রশ্নে যশ জানান, সামনেই নুসরতের বোনের বিয়ে। তার জন্যই রোগা হওয়ার চেষ্টা।
যশকে থামিয়ে নুসরত বলেন, মোটেই শুধু সেটা কারণ নয়। আড়ির প্রোমোশন রয়েছে এর নেপথ্যে।
আড়ি, বাংলা সিনেমা আনছে যশ নুসরতের প্রযোজনা সংস্থা। যশের মায়ের ভূমিকায় আছেন মৌসুমী চট্টোপাধ্যায়। সিনেমার শুভমুক্তি পেতে চলেছে আগামী সপ্তাহে। ২৫ এপ্রিল, শুক্রবার।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *