পহেলগাঁও ঘটনার জেরে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। জঙ্গি হামলার পরে সাধারণ মানুষ রীতিমতো ভীতিগ্রস্ত। পাকিস্তানকে করা শাস্তি দিতে যথাযথ ব্যবস্থা নেবে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এদিন বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ি যান প্রধানমন্ত্রী। সূত্র মারফদ জানা গিয়েছে, ভারতীয় সেনার ওপর তার পূর্ণ আত্মবিশ্বাস আছে। তাই পাকিস্তানের আঘাতের প্রত্যাঘাত হিসেবে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস জেনারেল অনিল চৌহান প্রমূখ।পহেলগাঁওতে হামলার এক সপ্তাহ পূর্ণ হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে সেনাকে সম্পূর্ণ ছাড় প্রধানমন্ত্রীর।
সব মিলিয়ে তার জায়গায় অভিযান চালাচ্ছে সেনা। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, কাশ্মীরে হামলার আরো বড় ছক করছে জঙ্গিরা।