প্রতিবাদীর শশা জমিতে আগুন। ইস্তাফা দিতে চলেছেন গুপ্তিপাড়া-২ গ্রাম পঞ্চায়েতের ১১ জন তৃণমূলের সদস্য।
পঞ্চায়েতে তৃণমূল সদস্যদের অভিযোগ,পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী এবং বলাগড় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির তাদের হুমকি দিচ্ছেন।গুপ্তিপাড়া এলাকায় মাটি কাটা জুয়ার বোর্ড চালানো বালি তোলার অভিযোগ রয়েছে।যার ফলে এলাকার মানুষের সমস্যা হচ্ছে।তৃণমূল সদস্যদের দাবি সাধারণ মানুষের কাছে তাদের জবাবদিহি করতে হচ্ছে।সন্ধ্যের পর থেকে মাটির গাড়ির দৌরাত্ম্যে এলাকার মানুষ অতিষ্ঠ।
এই বিষয়ে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা।এরপরই তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।সদস্যের শসা খেতে আগুন দিয়ে দেওয়া হয়।
তাই পঞ্চায়েতের ১১ জন সদস্য পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নেন।
আজ পঞ্চায়েতে সাংবাদিক বৈঠক করে তারা জানিয়ে দেন,দলকে জানানো হয়েছে।দল যদি কোনো ব্যবস্থা না নেয় তারা বলাগড় ভিডিওর কাছে গিয়ে ইস্তফা দেবেন।তাদের কাগজপত্র সব তৈরী হয়ে গেছে।
প্রধান মানিক ঘরামীর অভিযোগ, পঞ্চায়েতের অনেক বিষয় যেগুলো প্রধানকে জানানো হয়না।প্রধানকে না জানিয়েই এসব কাজ চলছে।
হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপার্সন অসীমা পাত্র বলেন,দলের সভাপতি বা আমাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি