আমাকে এসবের মধ্যে জড়াবেন না, হাতজোড় করে দাদার অনুরোধ

Spread the love

সুপ্রিম রায়ের এসএসসির ২০১৬ সালের প্যানেলের সকলের চাকরি বাতিল হয়েছে। চাকরি ছাড়া প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। বঞ্চিত চাকরি প্রার্থীরা চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে আগামী ২১শে এপ্রিল।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের বাড়িতে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই দাদাকে প্রশ্ন করা হয় চাকরি হারাদের ২১ তারিখের নবান্ন অভিযানে তিনি থাকবেন কিনা।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ গাঙ্গুলী বলেন, “আমাকে রাজনীতিতে জড়াবেন না ভাই। কি হয়েছে আমি জানিনা।”

২১ তারিখের নবান্ন অভিযানে তিলোত্তমার বাবা-মা থাকছেন। ঐক্যমঞ্চের তীর সদস্যগত ১৫ ই এপ্রিল সৌরভ গাঙ্গুলীকেও আমন্ত্রণ জানান। তাদের সৌরভ গাঙ্গুলীর বাড়ির সামনে যেতেই আটক করা হয় এবং নিয়ে যাওয়া হয় ঠাকুরপুকুর থানায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *