প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার গ্রেফতারি পরোয়ানার ওপর অবশেষে স্থগিতাদেশ দিল কর্নাটক হাইকোর্ট। তার বিরুদ্ধে কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া টাকা জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। গত ২১ শে ডিসেম্বর আঞ্চলিক পিএফ কমিশনার সদাক্ষরী গোপাল রেড্ডি এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রবিন উথাপ্পা। হাইকোর্টের রায় অবশেষে স্বস্তি দিল প্রাক্তন ক্রিকেটারকে।
পোশাক তৈরীর একটি সংস্থা রয়েছে উথাপ্পার। সেই সংস্থার বিরুদ্ধে কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে টাকা জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ টাকা বকেয়ার পরিমাণ। ২৭শে ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার পরিচালক রবিন উথাপ্পাকে।
ROBIN UTHAPPA: গ্রেফতারি পিছলো উথাপ্পার
