আরএসএস এবং বিজেপি বাংলায় ডিভাইড এন্ড রুল খেলা খেলতে চায়, শান্তি বজায় রাখার আর্জি রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর

Spread the love

মিথ্যা প্রচার চালিয়ে বিজেপি ও আরএসএস বাংলায় বিভেদ তৈরি করতে চাইছে। দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র করছে তারা। বাংলার মানুষ যাতে এই ফাঁদে পা না দেয়, তার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু ও সংখ্যাগুলো সম্প্রদায় কে পরস্পরের হাত ধরে এগিয়ে যেতে হবে, সহমর্মী ও যত্নশীল হতে হবে। এমনটাই আর্জি মুখ্যমন্ত্রীর।

গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে ঘটে যাওয়া অশান্তিকে কেন্দ্র করে রাজ্যের উত্তপ্ত পরিবেশকে শান্ত করতে এক লিখিত বিবৃতি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপি ও তার সঙ্গী সাথীরা বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছে। এই লিস্টে আরএসএসও আছে। আমি আগে আরএসএসের নাম নেইনি। তবে এবার বলতে বাধ্য হচ্ছি যে, রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে, তার মূলে তারাও আছে। এরা ডিভাইড অ্যান্ড রুল খেলা খেলতে চায়। এ খেলা বিপজ্জনক।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, রামনবমী দিনটিকে বেছে নিয়ে ওরা আরো আগুনের খেলা খেলতে চেয়েছিল। কিন্তু ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ যদি হাতে হাত মিলিয়ে কাজ করে, পাশে থাকে, তাহলে তিনি বিশ্বাস করেন বাংলায় আঘাত থাকবে তারা পারবে না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *