ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল এবং তাঁর স্বামী ও প্রাক্তন শীর্ষস্থানীয় শাটলার পারুপল্লী কাশ্যপ অবশেষে তাঁদের বিচ্ছেদের ঘোষণা দিলেন।
ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে সাইনা লিখেছেন—
“জীবন আমাদের কখনো কখনো ভিন্ন পথে নিয়ে যায়। বহু চিন্তা-ভাবনার পর কাশ্যপ ও আমি আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শান্তি, বিকাশ ও সুস্থতা বেছে নিচ্ছি… স্মৃতির জন্য কৃতজ্ঞ। দয়া করে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন।”

এই বিচ্ছেদ তাঁদের প্রায় সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে দিল। উল্লেখ্য, এই জুটি ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে করেছিলেন। তাঁরা দু’জনেই গোপীচাঁদ ব্যাডমিন্টন একাডেমির প্রশিক্ষণার্থী ছিলেন এবং কোর্টে যেমন পারফরম করেছেন, তেমনি কোর্টের বাইরেও ছিলেন জনপ্রিয় দম্পতি।
সাইনা ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপ মেডেলধারী ও অলিম্পিক ব্রোঞ্জজয়ী, অন্যদিকে কাশ্যপ ছিলেন কমনওয়েলথ স্বর্ণজয়ী ও একসময়ের শীর্ষ দশে থাকা খেলোয়াড়।
এখনও পর্যন্ত পারুপল্লী কাশ্যপের পক্ষ থেকে আলাদা করে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।