শেয়ার মার্কেটের গায়ে যেন রক্তের দাগ। ট্রাম্পের শুল্কনীতিতে সোমবার ভারতীয় শেয়ার বাজারে ধস। সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে বিপুল ধস নামে সেনসেক্স ও নিফটিতে। প্রায় ৪ হাজার পয়েন্ট পতন হয় বম্বে স্টক এক্সচেঞ্জে। একই দশা নিফটির। ১ হাজার পয়েন্ট পড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও। মাত্র ১০ সেকেন্ডে উধাও ভারতীয় শেয়ার বাজারের ১৯ লক্ষ কোটি টাকা। ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সপ্তাহান্তের ছুটির পর সকালে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭১,৪২৫.০১ দাঁড়ায়। এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ এ পৌঁছোয়। বাজার বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণেই শেয়ার বাজারে এই রক্তক্ষরণ। শুধু দালাল স্ট্রিট নয়, রক্তাক্ত সমগ্র এশিয়ার স্টক মার্কেটই। মার্কিন শেয়ার সূচক ন্যাসড্যাক।
বিনিয়োগকারীদের ১৯ লক্ষ কোটি টাকা হাঁপিস। এত টাকা নিমেষে উধাও হয়ে যায় সপ্তাহের প্রথম দিনেই। সেনসেক্সের শীর্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা স্টিল (-১০%), টাটা মোটরস (-৭.৮৬%), ইনফোসিস (-৬.৯৮%), টেক মাহিন্দ্রা (-৬.৩৬%) এবং এলএন্ডটি (-৬.৪৫%)।
মঙ্গলে ফিরল হাল। সেনসেক্স ১,২০০ পয়েন্টের উপরে, নিফটি ২২,৫৫০ এর উপরে; টাইটান, টাটা স্টিলের ৫% করে দাম বেড়েছে