কলকাতা: স্বামী কোচবিহারের সাংসদ। স্ত্রী সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বী। এক হাতে দুমড়ে মুচড়ে দিলেন বিজেপির দীপক কুমার রায়-কে। কোচবিহার লোকসভা তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার পর সিতাই বিধানসভা-ও।
সিতাইয়ের বিধানসভার খতিয়ান বলছে,
২০১১: কেশবচন্দ্র রায় – ভারতীয় জাতীয় কংগ্রেস
২০১৬: জগদীশচন্দ্রবর্মা বসুনিয়া – তৃণমূল কংগ্রেস
২০২১: জগদীশচন্দ্রবর্মা বসুনিয়া – তৃণমূল কংগ্রেস
সবুজ ঝড় বজায় থাকলো ২০২৪ বিধানসভা উপনির্বাচনেও।