শাহরুখ খান আহত ‘কিং’ সিনেমার শ্যুটিংয়ে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বলিউড বাদশা শাহরুখ খান reportedly আহত হয়েছেন তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর শ্যুটিং চলাকালীন। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট চলার সময় তাঁর পেশিতে টান ধরে। যদিও তাঁর টিম এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে গুঞ্জন বলছে, চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তিনি এবং কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পর ফের শ্যুটিং শুরু করবেন।

এই ঘটনার পরেই উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন—
“আমার ভাই শাহরুখ খানের চোট পাওয়ার খবর শুনে আমি উদ্বিগ্ন। ওর দ্রুত আরোগ্য কামনা করি।”

তবে শাহরুখ খানের ঘনিষ্ঠ মহলের একাংশ জানাচ্ছে, পুরো ঘটনাটিকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। অভিনেতা সুস্থ আছেন এবং শ্যুটিং থামেনি বলেই দাবি তাঁদের।

কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে রয়েছেন তাঁর কন্যা সুহানা খান, যাঁর এটি হতে চলেছে বড় পর্দায় আত্মপ্রকাশ। সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ, এবং এটি একটি হাই-অকটেন অ্যাকশন থ্রিলার হিসেবেই তৈরি হচ্ছে।

এখনও পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট না আসায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, তবে অনুরাগীদের প্রত্যাশা— খুব শিগগিরই প্রিয় তারকাকে আবার চেনা ছন্দে দেখা যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *