রাজ্য সরকারের ‘স্বাস্থ্যবন্ধু’ (মোবাইল মেডিক্যাল ইউনিট) প্রকল্প গত ১১ নভেম্বর, ২০২৫ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুরু থেকেই ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট জনসেবায় নামানো হয়েছে এবং খুব শীঘ্রই আরও ১০০টি ইউনিট পরিষেবায় যুক্ত হবে। প্রকল্প শুরুর মাত্র ২০ দিনের মধ্যে এই পরিষেবার ক্যাম্পে রোগীর সংখ্যা এক লক্ষের গণ্ডি ছুঁয়ে ফেলেছে, যা উদ্যোগটির জনপ্রিয়তার স্পষ্ট প্রমাণ। প্রতিদিন শত শত মানুষ এই ক্যাম্পে এসে প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা, ল্যাব টেস্ট, ইসিজি ও ইউএসজির মতো জরুরি পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, বিশেষ করে বয়স্ক ও মহিলাদের জন্য এটি অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ১,০২৭টি ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে অধিকাংশ সুবিধাভোগীই নারী ও প্রবীণ নাগরিক। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাজ্যের এই প্রকল্পকে আরও এক জনমুখী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
২০ দিনে এক লক্ষের বেশি মানুষের ভিড়, রাজ্যের ‘স্বাস্থ্যবন্ধু’ মোবাইল মেডিক্যাল পরিষেবায় উচ্ছ্বাস


