টিকিটের দাম রীতিমতো ছ্যাঁকা লাগার জোগাড় বিমানের টিকিটে, ক্ষুব্ধ স্বস্তিকা

Spread the love

মঙ্গলবার জঙ্গি হামলার পর ভূস্বর্গ ঠিক যেনো মৃত্যু উপত্যকা।এমন পরিস্থিতিতে কাশ্মীর ছাড়তে চাইছেন পর্যটকরা।

এই সুযোগ নিয়ে বেশ কিছু বিমান সংস্থা টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। এই টিকিটের দাম দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ সকলের। মুনাফা লোটার এই নমুনা দেখে খুব তো টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় একাধিক স্ক্রীনশট শেয়ার করে বিমান ভাড়া তুলে ধরেছেন জনসাধারণের সামনে। শ্রীনগর থেকে দমদম পর্যন্ত টিকিটের ভাড়া কেউ রেখেছেন ৩৫ হাজার আবার কেউ ৩৪ হাজার। সর্বনিম্ন টিকিটের ভাড়া রাখা হয়েছে ১৯৩৭১ টাকা।

সরাসরি অভিনেত্রী বিমান সংস্থাগুলিকে আক্রমণ করে লিখেছেন, “অসহায় মানুষগুলোকে নিংড়ে নে। এইতো সুযোগ।”

উল্লেখ্য বিপুল অংকের টিকিট কেটে বাড়ি ফেরার সামর্থ্য সকলের হয়তো নেই। যদিও ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *