
কুড়ি বছরের সাংসারিক জীবন ভাঙতে চলেছে বক্সার মেরি কম ও তার স্বামী কারুং ওনলারের
প্রায় কুড়ি বছরের দাম্পত্য জীবন ভাঙতে চলেছে মেরি কম ও তার স্বামী কারুং ওনলারের। ইতিমধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন তারা। আর্থিক সমস্যায় তাদের এই বিবাহ বিচ্ছেদের কারণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও সূত্রের মারফত জানা যাচ্ছে, মেরি কম-এর জীবনে অন্য পুরুষের আগমন। ২০০৫ সালে বিয়ে হয় তাদের। ২০০০ সালে পরিচয় হয় মেরি কম ও তার…