
দিল্লির ফল আশা জোগাচ্ছে বিজেপিকে? বাংলায় হূল ফোটাতে পারবেন সুকান্ত, শুভেন্দুরা?
দিল্লির বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীরা প্রচার করেছেন। রাজধানীর রায়ে আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি। ২০২১ সালে বিজেপির ভাঙা স্বপ্ন পুনরুজ্জীবিত। বাংলা দখলের হুঙ্কার বিজেপি নেতৃত্বের।দিল্লিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি ভোটাররাও বিজেপিকে ভোট দিয়েছেন বলে দাবি করছে এরাজ্যের নেতারা। তবে কি বাংলায় এবার বিজেপির পালা?কলকাতায় ছড়িয়েছে বিজেপির আবির। জেলা মেতেছে রাজধানীর জয়ে। ভাতা প্রতিশ্রুতিতেও আসন ধরে রাখতে পারলেন…