বন্ধ হল সংবাদপত্রের ওয়েবসাইট। মোদি ট্রাম্পের কার্টুন আঁকতেই সর্বনাশ

Spread the love

ভারতীয়দের দুষ্কৃতিদের মতো করে দেশে ফেরাচ্ছে ট্রাম্পের আমেরিকা। পায়ের শিকল, হাতে হাতকড়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বললেও ভারতীয়দের অপরাধীর মতোই দেশে ফেরাচ্ছে ট্রাম্পের সরকার। একটি তামিল সংবাদপত্র সেই নিয়ে কার্টুন এঁকে পড়লো এবার বিপাকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গোটা বিষয়টিকে ফ্যাসিস্ট আচরণ বলে তোপ দেগেছেন।

ভিকতান নামে একটি সংবাদপত্রে গত ১৩ই ফেব্রুয়ারি ওই কার্টুনটি ছাপা হয়। কার্টুন দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করা হয়েছে বলে বিজেপি ক্ষিপ্ত হয়ে দাবি করে। গেরুয়া শিবির তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগানের কাছে অভিযোগ জানায়। যদিও ওয়েবসাইটটি কেন বন্ধ করা হলো তা নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্য এখনো মেলেনি।

সংবাদপত্রের তরফে যদিও বিবৃতি দিয়ে বলা হয়েছে, তারা দীর্ঘদিন মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছে। বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তারা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করবে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এই গোটা ঘটনায় বেশ ক্ষিপ্ত। এক্স হ্যান্ডেল এ তিনি রবিবার জানান, “মতামত প্রকাশের অপরাধে সংবাদ মাধ্যমগুলিকে যদি বন্ধ করে দেওয়া হয় সেটা গণতন্ত্রের পক্ষে মোটেই ভালো নয়। বিজেপির স্বৈরাচারী মানসিকতার প্রমাণ এই আচরণ।”

ডিএমকে নেত্রী কানিমোঝি এ বিষয়ে সুর চড়িয়েছেন। তিনি বলেন, “সংবাদমাধ্যমের মুখ বন্ধ হওয়ার অর্থ গণতন্ত্রের টুঁটি টিপে ধরা। ১০০ বছরের পুরনো ভিকতানের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে ওয়েবসাইটটি পুনরায় চালুর ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আসুন সবাই একজোট হয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য সরব হই।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *