প্রতিমাসে বেকারত্বের পরিসংখ্যান এবার থেকে প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের এক উচ্চ ব্যবস্থার অধিকারী সোমবার এ কথা জানিয়েছেন। মে মাসের ১৫ তারিখ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।
সু্য্র মারফর জানা গিয়েছে এই পরিসংখ্যানের প্রথম রিপোর্টে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের পরিসংখ্যান অন্তর্ভুক্ত থাকবে। তারপর থেকে রিপোর্ট প্রতিমাসেই বিস্তারিত প্রকাশ পাবে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই আধিকারিক জানান, ১৫ ই মে প্রথম পরিসংখ্যান রিপোর্ট পেশ করা হবে। ভারতে নিয়মিত বেকারত্বের তথ্য সংগ্রহ ও প্রকাশের ব্যবস্থা নেই। বর্তমানে কেন্দ্র তিন মাস অন্তর শহরাঞ্চলের বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করে, গ্রামের পরিসংখ্যান প্রকাশিত হয় বছরে ১ বার। তাই পরিবর্তন করে প্রতি মাসে বেকারত্বের তথ্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যার ফলস্বরূপ মনে করা হচ্ছে প্রতি রাজ্যে বেকারত্বের কি ছবি তা স্পষ্ট হয়ে যাবে।