নববর্ষের “মঙ্গল শোভাযাত্রার” নাম বদলে হল “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা”, ইউনুসের বাংলাদেশে বদল আসতে চলেছে পুলিশের লোগোতেও

Spread the love

বাংলাদেশে নববর্ষের “মঙ্গল শোভাযাত্রা”র নাম বদল করে রাখা হলো “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা”। হাসিনা পরবর্তী সময়ে বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে প্রত্যেক বছর রাজধানী ঢাকায় যে শোভাযাত্রা বেরোয়, তার নতুন নামকরণ হলো আজ। বিগত কয়েকদিন ধরেই এই নামকরণ নিয়ে অনেক আলোচনা চলছিল।

শুক্রবার “মঙ্গল শোভাযাত্রা”র নাম পরিবর্তন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, “আমরা আলাদা করে নাম পরিবর্তন করছি না। আমরা পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছি। যা দিয়ে এই চারুকলার কার্যক্রমের শুরু হয়েছিল।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরো বলেন, “এই শোভাযাত্রার মূল প্রতিপাদ্য দুটি বার্তা আছে। তার মধ্যে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান। ১৯৮৯ সাল থেকে চারুকলা বিভাগ পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে তার নাম ছিল আনন্দ শোভাযাত্রা।

এছাড়াও পুলিশের লোগো পরিবর্তন নিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাসিমা আক্তারের সাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, নতুন নগদে থাকবে, ধান ও গমের শিস, কাঠ পাতার টবে লেখা “পুলিশ”, সেই সাথে জলের উপরে জাতীয় ফুল শাপলা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *