আগামী ২১শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় দুবাই হয়ে লন্ডন যাবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণেই তার এই বিলেত যাত্রা। এবারের বিদেশ সফরেও শিল্প নিয়ে বৈঠক হতে পারে বলে সূত্র মারফত খবর।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই আয়োজন করেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বৈঠকে যোগ দেন দেশ বিদেশের শিল্পপতিরা। বিনিয়োগ আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২০২৩ সালে লগ্নি আনতে স্পেন সফরে গিয়েছিলেন। লগ্নি এসেছিল ব্যাপক।
এবার বাংলার মুখ্যমন্ত্রী চললেন লন্ডন সফরে, তাও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। শিল্প নিয়ে বৈঠক করার কথা তার রয়েছে ব্রিটেনে। রাজেশ শিল্পমহল বিদেশে বিনিয়োগ আসার আশায় বুক বাঁধছে।